ইলম-সংক্রান্ত শিরক
ইলম-সংক্রান্ত শিরক
আজকাল ইলম-সংক্রান্ত শিরক খুব বেড়ে গেছে। মানুষ নিজজের অজান্তেই এ ধরণের শিরকে লিপ্ত হচ্ছে। কোথাও কোথাও কিছু আলিম নামধারী ব্যক্তি বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে এ ধরণের শিরকে লিপ্ত করছে।
শরঈ ইলমের দৈন্য এবং ওলামাদের সাথে সম্পর্ক না থাকার কারণে বাহ্যিক বেশভূষায় দ্বীনদার এমন অনেক মানুষও এ ধরণের শিরকে লিপ্ত হচ্ছে।
হজরত থানবী রহঃ তালীমুদ্দীন কিতাবে ইলম সংক্রান্ত শিরকে এটিকেও অন্তর্ভূক্ত করেছেন যে, কোন বুজুর্গের কোন কথা থেকে কোন শুভ অশুভ লক্ষণ বের করা, কিংবা তার কথার সুত্র ধরে ভবিষ্যতে ঘটিতব্য কোন ব্যাপারে ইঙ্গিত বলে উল্লেখ করে তা নিশ্চিত মনে করা।
কোন বুজুর্গ কখন কাকে কি বলেছেন কাকে কি চিঠি লিখেছেন, সে চিঠিকে দলিল বানিয়ে পরবর্তী কোন ঘটনার পক্ষে প্রমাণ হিসেবে দাঁড় করানো।
ভবিষ্যতের কোন বিষয়ে কোন ব্যক্তি কিছু বলে থাকলে, ঐ ব্যক্তিকে ইলহামপ্রাপ্ত বলে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা।
কুরআন হাদীস বাদ দিয়ে স্বপ্ন, ইলহামের বহুল প্রচার কিছু মানুষের আজকাল অভ্যাসে পরিণত হয়েছে। দ্বীনি শিক্ষা বঞ্চিত কিছু দ্বীনদার আওয়ামগনই এতে বেশি লিপ্ত। বস্তুত যে কোন ভবিষ্যত বলনেওয়ালা ব্যক্তি থেকে যোজন যোজন দূরে থাকা দরকার। সাধারণত এ সব ভন্ডদেরই হাতিয়ার।
আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করুন।